চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় তাঁর।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এবং করোনাবিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার এক নারী গতকাল রাত ৮টার দিকে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করাতে বলেন। এরপর গতকাল রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
ডা. সুজাউদ্দৌলা আরো জানান, মৃত ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় সন্দেহভাজন মৃত হিসেবে তাঁকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। চাঁদপুর জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৭ জন রোগী শনাক্ত করা হয়েছে।