চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, আক্রান্ত ২
চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরো দুইজন রোগীর শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের সরদার বাড়িতে করোনা উপসর্গ নিয়ে সাত বছরের মেয়ে শিশু মারা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম শিশুটির নমুনা সংগ্রহ করেছে। গতকাল সোমবার বিকেলে বিশেষ ব্যবস্থায় তার দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
চাঁদপুরে নতুন করে করোনাভাইরাস আক্রান্তরা হলো চাঁদপুর সদরের কামরাঙ্গা এলাকায় করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তির শ্বশুর এবং ঢাকাফেরত হাইমচরের নীলকমল ইউনিয়নের ১২ বছর বয়সী এক শিশু। এ ছাড়া বর্তমানে বিভিন্ন জেলা থেকে ফেরত এক হাজার ২৬৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। আইসোলেশনে রয়েছে চারজন।