চাঁদপুরে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু
চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আব্দুল হাই মুন্সি (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি কচুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
নিহত চেয়ারম্যানের স্বজনরা জানায়, হাজি আব্দুল হাই মুন্সি হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত ৩১ মে হার্টের সমস্যা ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর নমুনা পরীক্ষায় জানা যায় তিনি করোনায় আক্রান্ত। নয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘হাজি আব্দুল হাই মুন্সি করোনায় আক্রান্ত ছিলেন। ঢাকা থেকে মরদেহ এলে করোনায় মৃত হিসেবে তাঁকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।’