চাঁদপুরে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন চাঁদপুর সদর উপজেলায় এবং একজন হাজীগঞ্জ উপজেলায়।
চাঁদপুর সদর উপজেলার একজন বৃদ্ধ (৬০) গতকাল রাতে এবং আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে হাজীগঞ্জ পৌর যুবদল নেতা (৫০) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের দুইজনেরই করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মৃত্যু হয়।
মৃত দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা সন্দেহভাজন মৃত হিসেবে তাদের বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।