চাঁদপুরে করোনা উপসর্গে নারীর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। এই নিয়ে হাজীগঞ্জে করোনা উপসর্গে চারজনের মৃত্যু হলো।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান, চাঁদপুরের হাজীগঞ্জের ওই নারী গত চার থেকে পাঁচ দিন ধরে জ্বর, গলাব্যথা, ডায়রিয়ায় ভুগছিলেন। গতকাল সকালে তিনি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নিহত নারীর নমুনা সংগ্রহ করেছে। করোনা সন্দেহভাজন মৃত হিসেবে তাঁকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।