চাঁদপুরে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন সদরের এবং দুজন হাজীগঞ্জ উপজেলার।
চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ‘গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ (৭০) এবং আজ বুধবার বেলা ১১টার দিকে এক নারী (৩৪) মারা গেছেন। এ ছাড়া হাজীগঞ্জ উপজেলায় গতকাল রাতে একজন এবং আজ সকালে একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।’ এদের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা সন্দেহভাজন মৃত হিসেবে তাদের বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে বলে তিনি জানান।