চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুরে আরো দুজনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, এদের মধ্যে চিকিৎসাধীন একজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের এক যুবককে বৃহস্পতিবার সকালে হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়।
এদিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামের এক শিশু গতকাল রাতে করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে।