চাঁদপুরে জাটকা ইলিশ-পলিথিন জব্দ
চাঁদপুরে ৭০০ কেজি জাটকা ও ৪৫ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড। আজ সোমবার বেলা ১১টার দিকে এসব জাটকা ও পলিথিন জব্দ করা হয়।
চাঁদপুর কোস্টগার্ডের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার মাস্টার চিফ পেটি অফিসার ইসহাক আলী জানান, তাঁর নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাছঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে চাঁদপুরের বাবুরহাট বাজারসংলগ্ন এলাকায় একটি পিকআপভ্যান থেকে ৪৫ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ করে কোস্টগার্ড, যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা।
পরে পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। জাটকাগুলো এতিমখানা, গরিব ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।