চাঁদপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এতে আহত হয়েছেন আরো একজন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কে উপজেলার কাকৈরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।’
দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
নিহতরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার চরকান্দিয়া এলাকার গুণধর চক্রবর্তী (৭০), নোয়াখালীর চরআমান উল্লাপুর এলাকার হরি চন্দ (৫৫) ও অটোরিকশার চালক চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হোসেনপুর এলাকার মনির হোসেন (৩০)।
ওসি মো. শাহ আলম আরো জানান, অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কুমিল্লার মুদাফ্ফরগঞ্জ যাচ্ছিল। পথে কাকৈরতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালকসহ তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। বাস ও অটোরিকশাটি পুলিশ জব্দ করেছে বলে জানান ওসি।