চাঁদপুরে বেড়িবাঁধে ফাটল, ভেসে গেছে ফিশারির মাছ
পূর্ণিমার প্রভাব কেটে গেলেও চাঁদপুরে দক্ষিণা বাতাসে ফুলেফেঁপে উঠেছে পদ্মা-মেঘনার পানি। পদ্মা-মেঘনার অস্বাভাবিক ও হঠাৎ জোয়ারের পানিতে চাঁদপুরের মতলব উত্তরে স্থাপিত দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে নানা জায়গায় ফাটল দেখা দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিকিরচর, সুগন্ধি, ষাটনল বাবুবাজার ও বেলতলী এলাকায় কিছু জায়গায় মাটি ও ব্লক দেবে যায়। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল। এ সময় তিনি বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত স্থানে মাটির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিকে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় মতলব উত্তর ছেংগারচর পৌরসভাধীন মেঘনা তীরবর্তী শিকিরচর গ্রামে গতকাল বিকেলে জরাজীর্ণ একটি ব্রিজসহ নদীঘেঁষা সড়ক রক্ষা দেয়ালটির নানা জায়গায় ফাটল দেখা দেয়। ভাঙন রোধে তাৎক্ষণিকভাবে বাঁশ দিয়ে টানা দিয়ে রাখেন স্থানীয়রা।
এদিকে আকস্মিক জোয়ারের পানিতে মতলব উত্তরের মোহনপুর এলাকায় সরকারি লিজের ৯ একর জমিতে নির্মিত চারটি বোরোপিট ফিশারির মাছ ভেসে গেছে। যার ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে দাবি করেছেন মৎস্যচাষিরা।