চাঁদপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, দুজনের সাজা
চাঁদপুরের হাজীগঞ্জে লোহার সাবল দিয়ে এক প্রতিবেশী পিটিয়ে হত্যার দায়ে প্রধান আসামি মো. জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামি মো. রিপনকে আট বছর ও আসামি ফারহান ওরফে ফেন্সীকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা কেউ আদালতে উপস্থিত ছিলেন না।
আজ রোববার দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন। বাদী ও বিবাদীরা একই বাড়ির বাসিন্দা।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর মামলার বাদী মো. গিয়াস উদ্দিন ও তাঁর আপন ভাই নিহত নাসির উদ্দিন ইফতারের পরে বাড়ির পুকুরে নামাজের জন্য ওজু করতে যান। ওই সময় বাড়ির ইজমালি রাস্তায় পুকুরের পাড়ে বিবাদী রিপনদের একটি গরুর বাছুর দেখতে পান। তখন নাসির ওই বাছুরটির রশি খুলে ছেড়ে দেন এবং অন্যত্র নিয়ে যেতে বলেন। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন ও তার সহযোগীরা মিলে শাবল দিয়ে নাসিরকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
এ ঘটনায় গুরুতর আহত নাসির চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০০৭ সালের ২৯ সেপ্টেম্বর মারা যান।
এ ঘটনায় নাসির উদ্দিনের বড় ভাই গিয়াস উদ্দিন ঘটনার দিন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুর রহমান তদন্ত শেষে একই বছরের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন।
মামলাটি প্রায় ১৩ বছর আদালতে চলমান অবস্থায় ১৫ জনের সাক্ষ্য নেওয়ার পর আজ বিচারক এ রায় দেন।