চাঁপাইনবাবগঞ্জের বিলে মিলল নারীর মস্তকবিচ্ছিন্ন মরদেহ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাঙামাটিয়া বিল থেকে শ্যামলী ওরফে কাদনি (৪৫) নামের এক নারীর মস্তকবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামলী ভোলাহাট উপজেলার ঘাইবাড়ি গ্রামের মৃত এন্তাজ আলীর মেয়ে। তালাক হয়ে গেলে বাবার বাড়িতেই থাকতেন তিনি। প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শ্যামলী গতকাল সোমবার বেলা ১১টার দিকে রাঙামাটিয়া বিলে ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হন। এর পরে আর বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাত পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি। আজ সকালে বিলে তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি মাহবুবুর রহমান আরো জানান, শ্যামলীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁর দেহ ও মাথা আলাদা স্থানে পড়ে ছিল। তবে কে বা কারা কেন শ্যামলীকে হত্যা করেছে, তা নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শ্যামলীর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।