চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরের উদয়নমোড় এলাকায় অতিরিক্ত মদপানে বাসুদেব কর্মকার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত বাসুদেব কর্মকার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের নতুনপাড়া গোলাবাগান গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আজ দুপুরে জেলা শহরের উদয়নমোড় এলাকায় একটি হোটেলের বারান্দায় বাসুদেব মদপান করে ঘুমিয়ে পড়েন। পরে তাঁকে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় থানায় খবর দিলে পুলিশ বাসুদেবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে বাসুদেবের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।