চাঁপাইনবাবগঞ্জে আবারও বাড়ল করোনা শনাক্তের হার
চাঁপাইনবাবগঞ্জে আরও ৫০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ১৬৪ জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩০ দশমিক ৪৯ শতাংশ। কয়েক দিন ধরে শনাক্তের হার তুলনামূলক কম দেখা গেলেও আবারও সংক্রমণের হার বাড়ল।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গতকাল বৃহস্পতিবার রাতে রামেক হাসপাতাল থেকে যে প্রতিবেদন এসেছে, তাতে আরটি পিসিআর ল্যাবে পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৯ শতাংশ পাওয়া গেছে। এর আগে গত বুধবার ছিল ১৭ দশমিক ৪৪ শতাংশ, মঙ্গলবার ছিল ২৪ দশমিক ০৬ শতাংশ ও সোমবার ছিল ২২ শতাংশ।
এদিকে, করোনার সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসনের জারি করা দ্বিতীয় মেয়াদের ১১ দফা বিধিনিষেধের দ্বিতীয় চলছে। আজ সকাল থেকে মার্কেট খোলা দেখা গেছে। এ ছাড়া ছোট যান চলাচল করায় শহরে মানুষের অবাধ বিচরণ দেখা গেছে।