চাঁপাইনবাবগঞ্জে করোনা ইউনিটে তরল অক্সিজেন গ্যাস সরবরাহ
সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখতে সদর হাসপাতালে তরল অক্সিজেন সরবরাহ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল কম্পাউন্ডে পাঁচ হাজার ৬৪৪ লিটার তরল অক্সিজেনবাহী ট্যাংকটি প্রবেশ করে। এরপর তা হাসপাতালের সেন্ট্রাল সিলিন্ডারে স্থানান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মমিনুল হক জানান, করোনা ইউনিটের জন্য যে পরিমান অক্সিজেন গ্যাস পাওয়া গেছে তাতে রোগীদের এখন অক্সিজেন সেবা দেওয়া সম্ভব হবে।
মমিনুল হক আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের অক্সিজেন সার্ভিসটি কেন্দ্র থেকে মনিটরিং করা হবে। অক্সিজেন শেষ হলেই আবারও চলে আসবে। এর ফলে বড় ধরনের বিপর্যয় না হলে চাঁপাইনবাবগঞ্জে অক্সিজেন সেবা অব্যাহত রাখা যাবে।