চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে কিশোর খুন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাব্বির (২০) নামের এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক কিশোর।
আজ শুক্রবার সন্ধ্যার দিকে টিকরামপুরের আদর্শমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির আদর্শ মোড়ের মনিরুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার নিশ্চিত করে বলেন, টিকরামপুর আদর্শমোড় এলাকায় তিনতলা মসজিদের পাশে রাস্তা দিয়ে সাব্বির ও আসিফ মোটরসাইকেল চালাচ্ছিল। অপরদিকে আরও কয়েকজন তরুণ মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। এ সময় সাব্বিরদের সঙ্গে মোটরসাইকেল চালানো নিয়ে অন্যদের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সাব্বির ও আসিফকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।
ওসি আরও বলেন, তাৎক্ষণিক তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী নেওয়ার পথে সে মারা যায়। তার লাশ এখন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে আছে। অপরদিকে ছুরিকাঘাতে আহত আসিফ চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।