চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে মজনু রহমান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মজনু শাহবাজপুরের আজমতপুর ঝাইপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, ঝাইপাড়ায় কায়েস উদ্দীন ও দানেস উদ্দীনের সঙ্গে প্রতিবেশী আব্দুল মালেকের বাড়ির ঘরের উপর একটি সজনে গাছের ডাল থাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে প্রতিবেশি মজনু সংঘাত থামাতে এসে হামলার শিকার হন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় আহত হন আরও এক নারীসহ দুজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার পর থেকে কায়েস ও দানেস পলাতক রয়েছেন।