চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণ মামলায় মো. রুবেল ওরফে ফয়সাল নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম করাদণ্ডের আদেশে দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম আজ বুধবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ফয়সাল (২৬) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বাসিন্দা।
মামলা সূত্রে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আঞ্জুমান আরা বলেন, ‘২০১৭ সালের ২৭ অক্টোবর বাড়ির পাশে অন্য সাথীদের সঙ্গে খেলতে যায় শিশুটি। এ সময় অভিযুক্ত ফয়সাল শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভোলাহাট থানায় মামলা করেন।’
পিপি আঞ্জুমান আরা আরো বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা ভোলাহাট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ওসমান গনি ওই বছরের ২৪ ডিসেম্বর ফয়সালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। সেইসঙ্গে আসামিকে করা জরিমানার টাকা নির্যাতিতা শিশুটির পরিবারকে দেওয়ার আদেশ দেন বিচারক।’