চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো—শিবগঞ্জের কানসাট ইউনিয়নের বাবুবাজার এলাকার আলাউদ্দিনের ছেলে আবু তাহের (১২) ও মুস্তাকিমের ছেলে মমিন (১২)।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কানসাট কালভার্ট ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, বিকেলে মমিন ও আবু তাহেরসহ চার শিশু নদীতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় মমিন ও আবু তাহের। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।