চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিনজনের মৃত্যু, নিখোঁজ ১
চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে একদিনে শিশুসহ তিনজন পানিতে ডুবে মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া একজন নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে শিবগঞ্জ উপজেলার পাগলা নদীর তর্ত্তিপুর ঘাটে গোসল করতে গিয়ে ডুবে মারা যান শিবগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী নূর মোহাম্মদ।
গোমস্তাপুর উপজেলার পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার ফেরদৌসী বেগম (৩৫) নামের এক নারী মারা গেছেন।
একই উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন তানিয়া খাতুন নামের এক তরুণী।
অন্যদিকে, নাচোল উপজেলার জোনাকীপাড়ায় পুকুরে ডুবে আনিকা আঞ্জুমান নামের পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে।