চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের মা-ও গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০ দিকে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের পালপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হল পালপাড়ার পরিমল পালের ছেলে পার্থ পাল (১২) ও প্রান্ত পাল (৫)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও নিহতদের কাকা পরিতোষ পাল জানান, সকালে ফ্যানের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু পার্থ পাল। এ সময় তাকে ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় ছোটভাই প্রান্ত পালও। তাদের বাঁচাতে মা রীপা রানী এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পার্থ ও প্রান্তকে মৃত ঘোষণা করেন। তাদের মা রীপা রানীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।