চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তিনজনের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টে তিনজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্লভপুর ও চককৃত্তি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ফুলদিয়া এলাকার সায়েদ ঘোষের স্ত্রী সামনুর বেগম (৬৫), তাঁর দেবর শিমুল (২৫) ও চককৃত্তি ইউনিয়নের দুবলিভাণ্ডার এলাকার আব্দুল মালেক (২৬)।
দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজিব রাজু জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে নামোজগন্নাথপুরের ফুলদিয়া পদ্মার ঘাট থেকে যাত্রীবাহী নৌকা দাদনচক আসছিল। পথে নদীর উপর দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান সামনুর বেগম ও তাঁর দেবরের ছেলে শিমুল। রাতে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
এছাড়া, চককৃত্তি ইউনিয়নের দুবলিভাণ্ডার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক নামের এক যুবক মারা যান।
চককৃত্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখখের আলম জানান, গতকাল রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান আব্দুল মালেক।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন জানান, পরিবারের অভিযোগ না থাকায় রাতেই মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।