চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ডিবি পুলিশ আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট তরকারি পট্টি এলাকা থেকে আলী হাসান (১৯) নামের এক ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী যুবককে আটক করেছে র্যাব।
আটক আলী হাসান শিবগঞ্জ উপজেলার চককৃত্তি গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে র্যাবের স্কোয়ার্ড কমান্ডার ওমর আলী সংবাদ সম্মেলনে জানান, হাসান আলী দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ড ও পুলিশ লেখা হাতকড়া দেখিয়ে শিবগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষকে হুমকি দিয়ে নগদ অর্থ আদায় ও হয়রানি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় কানসাট তরকারি পট্টির যাত্রী ছাউনির কাছ থেকে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনাস্থলে সাধারণ মানুষের সামনে ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা করে আসার কথা স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান ও র্যাব কর্মকর্তা।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।