চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় ছয়জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যার জেলা হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জন মারা গেছেন। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আহনাফ শাহরিয়ার জানিয়েছেন, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮ পর্যন্ত এই ২৪ ঘণ্টায় তারা মারা যান। এদের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার, দুইজন সদর উপজেলার ও একজন রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা ছিলেন।
ডা. আহনাফ শাহরিয়ার আরও জানান, ওই ব্যক্তিরা করোনা আক্রান্ত হয়ে জেলা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তাদের বয়স ৪৫ থেকে ৭০ বছরের মধ্যে।