চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির প্রতি মহিলা পরিষদের সংহতি
সারা দেশের বিভিন্ন চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ রোববার বিকেলে মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে বলা হয়, সারা দেশের চা বাগানের শ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে। আমরা জানি চা বাগানের চা শ্রমিকদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক। চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে মজুরিসহ বিভিন্ন বৈষম্যের শিকার। দিনপ্রতি ন্যূনতম মজুরি ১২০ টাকায় তারা মানবেতর জীবন যাপন করছে। বাংলাদেশ মহিলা পরিষদ মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের এই আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করছে।
মহিলা পরিষদ বর্তমান সময়ের জীবনযাপনের উপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণ এবং স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও চা মালিকেদের প্রতি আহ্বান জানাচ্ছে।