চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শনিবার
চা শ্রমিকদের সঙ্গে আগামী শনিবার মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
মজুরি নিয়ে বেশ কয়েকদিনের আন্দোলনের পর গত শনিবার চা-বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। ওই আলোচনায় চাশ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। সেদিন বিকেল ৪টার পর গণভবনে বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এতে দেশের বৃহৎ ১৩ চা বাগান মালিক উপস্থিত ছিলেন।
এর আগে গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা-শ্রমিকরা। পরে চা-শ্রমিকদের সঙ্গে কথা বলে, আশ্বাস দিলেও কাজে ফিরতে চাননি চা শ্রমিকরা। তাঁরা ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যান। পরে প্রশাসনের কর্মকর্তারাও নানা আশ্বাস দিলেও কাজে ফেরেননি তাঁরা।
এমন আন্দোলনের মাঝে চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাব করলেও কর্মবিরতি অব্যাহত থাকে।
সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত শনিবার আলোচনার পর ১৭০ টাকা দৈনিক মজুরি নির্ধারণ হলে কাজে যোগ দেন শ্রমিকরা।