ছাত্রলীগ নেতাকে হত্যা মামলার আসামির বাড়িতে জনতার আগুন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন মিয়ার বাড়ি এবং অফিসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ সোমবার রাত সাড়ে ৮ টার দিকে গাইবান্ধা শহরে পূর্বপাড়ায় কাঞ্চনের বাড়িতে অগ্নিসংযোগ করে তারা।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বসতবাড়ির তিনটি ও অফিসের দুটি রুমের মালামাল পুড়ে যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকিকে গেল রোববার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা-বালাসীঘাট সড়কের গাইবান্ধা শহরের পূর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় খুন করে কাঞ্চন ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহত রকির বড় ভাই আতিকুর রহমান বাদী হয়ে আজ সোমবার দুপুরে গাইবান্ধা সদর থানায় চারজনের নাম উল্লেখ ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।