ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা এলাকায় ছিনতাই করার সময় কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার হয়েছে। গতকাল শনিবার রাতে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় আট কিশোর গতকাল রাত ১০টার দিকে সুন্দরপুর-বাগডাঙ্গায় ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ঘিরে ধরে ছিনতাইয়ের চেষ্টা করে। ওই ব্যক্তির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তিনজনকে ধরে ফেলে। অন্য পাঁচজন পালিয়ে যায়। স্থানীয়দের খবরে পুলিশ রাত ২টার দিকে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।’
ওসি আরো বলেন, ‘কিশোর হওয়ায় তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।’