ছুরিকাঘাতে ওয়ার্ড আ.লীগের নেতা নিহত
নরসিংদীর শিবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চরসুজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মামুনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
নিহত আরিফুল ইসলাম রুবেল (২৭) চরসুজাপুর গ্রামের জালাল উদ্দিন মোল্লার ছেলে। তিনি পুটিয়া ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও নিহত রুবেলের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে রুবেলের বাবার সঙ্গে একই গ্রামের মামুনদের দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি মামুন বিবদমান জমিতে সীমানা প্রাচীর দেন। এ নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করে। বিষয়টি মীমাংসার জন্য রুবেলের বাবা শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানের কাছে যান। এরই জের ধরে আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। এতে রুবেলদের পক্ষে রায় দেন বিচারকরা। কিন্তু বিচার মানতে নারাজ প্রতিপক্ষ। পরে সালিশ শেষে বিচারকরা চলে যাওয়ার পর মামুন অতর্কিত লোহার সাবল নিয়ে রুবেলের গলায় আঘাত করেন। এতে মারাত্মকভাবে আহত হন রুবেল।
পরে স্বজনরা রুবেলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে রুবেলের মৃত্যু হয়।
এদিকে, ঘটনার পর পরই স্থানীয়রা অভিযুক্ত মামুনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
শিবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, ‘জমি সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।’