ছয় বছরের শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
খাগড়াছড়িতে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামি মো. খোরশেদ মিয়া ওরফে খুইশ্যাকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, গত বছরের ৩ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ির চোংড়াছড়ি এলাকায় ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে খোরশেদ মিয়াকে আসামি করে মহালছড়ি থানায় মামলা করেন। একই বছরের ৪ জুলাই খোরশেদকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় মোট ১১ সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে আদালত এ রায় দেন।