জনগণ বাধা দিয়ে দাবিয়ে রাখা যায় না : সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, জনগণ জেগে উঠেছে। জনগণ যদি জেগে উঠে, তাদের বাধা দিয়ে দাবিয়ে রাখা যায় না। আপনার চেষ্টা করছেন জনগণকে বিভ্রান্ত করতে। আপনারা আজকে ক্ষমতার কথা বলছেন, ২০১৪ সালে কি ভোট হয়েছিল, বুকে হাত দিতে বলতে পারবেন? সেই নির্বাচনে কুকুর বিড়াল ভোটকেন্দ্রে ঘুমিয়ে ছিল।
আজ শনিবার বিকেলে রংপুরের কালেক্টরেট ঈদগাঁও মঠে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, জনগণ জেগে উঠেছে, জনগণ যদি জেগে উঠে, বাধা দিয়ে দবিয়ে রাখা যায় না। আপনার চেষ্টা করছেন জনগণকে বিভ্রান্ত করছে। আপনারা আজকে ক্ষমতার কথা বলছেন, ২০১৪ সালে কি ভোট হয়েছিল, বুকে হাত দিতে বলতে পারবেন? সেই নির্বাচনে কুকুর বিড়াল ভোটকেন্দ্রে ঘুমিয়েছিল।
গত দুই দিন নেতাকর্মীদের জনতার স্রোত সময় বাড়ার সাথে সাথে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে বিএনপি দেশের প্রতিটি বিভাগীয় শহরে গণসমাবেশ করছে। এর ধারাবাহিকতায় রংপুর বিএনপির চতুর্থ গণসমাবেশ।
সমাবেশের মূল ব্যানারে লেখা হয়, ‘অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, গুম, হত্যা, মামলা-হামলা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি’তে এ গণসমাবেশ।
তীব্র রোদের মধ্যেও কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনতে মুখিয়ে আছেন বিভাগের আট জেলা থেকে আসা নেতাকর্মীরা। মঞ্চে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা। তবে মাঠে জায়গা না পেয়ে নগরীর বিভিন্ন সড়ক ও সড়কের অলিগলিতে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। সমাবেশস্থলের চারদিকে প্রায় ১ কিলোমিটার রাস্তা কানায় কানায় পূর্ণ। হাঁটা-চলার মতোও নেই পরিবেশ। এদিকে এখনও বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিলে নিয়ে আসছেন নেতাকর্মীরা। তবে মাঠ ও রাস্তাঘাট নেতাকর্মীদের চাপে মিছিলগুলো সমাবেশস্থলে পৌঁছাতে পারছে না।
রংপুরে সমাবেশের মঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য একটি ফাঁকা আসন রাখা হয়েছে। এর আগে, ময়ময়সিংহ ও খুলনা বিএনপির সমাবেশে এমনটি রাখা হয়েছিল।
আগামী নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের মধ্য দিয়ে বিএনপির তৃতীয় ধাপের কর্মসূচি শেষ হবে। এরপর নতুন কর্মসূচি আসবে বলে জানান বিএনপি নেতারা।