জমিতে কাজ করার সময় কৃষককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সিদ্দিক হোসেন (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে।
সিদ্দিক হোসেন পাহাড়পুর গ্রামের বাসিন্দা।
পরিবার জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় সিদ্দিক তাঁর বাড়ির পাশের জমিতে আবাদের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় কে বা কারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাঁকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে সিদ্দিকের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।