জাজিরায় ৯ বস্তা সরকারি চালসহ ইউপি সদস্য আটক
শরীয়তপুরের জাজিরা উপজেলায় মৎস্যজীবীদের মধ্যে বিতরণের ৯ বস্তা চালসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বিলাসপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম মোল্লাকে (৪৩) আটক করা হয় বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার।
ওসি বলেন, ‘বিলাসপুর ইউনিয়নের জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এর মধ্যে ৯ নম্বর ওয়ার্ডের ২৮ জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা ছিল। ইউপি সদস্য মো. সেলিম মোল্লা জেলেদের তাঁর বাড়ি নিয়ে ১০ কেজি করে চাল কম দেন। এ ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল থেকে ৯ বস্তা ভিজিএফের চালসহ সেলিম মোল্লাকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।