জাপান বাংলাদেশকে বাজেট সহায়তার আশ্বাস দিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, জাপান সরকার বাংলাদেশকে বাজেট সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।
আজ বুধবার (২৬ এপ্রিল) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় রাত দশটায় এ সংবাদ সম্মেলন হয়। ড. মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাপানে তাঁর সরকারি সফরের প্রথম দিনে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সম্রাটের বাসভবন ইম্পেরিয়াল প্যালেসে সৌজন্য সাক্ষাৎ করেন। সম্রাট দুই দেশের সম্পর্ক আরও গভীরতর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বি-পাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশিদারিত্বে উন্নীত হয়েছে যা আগামী পঞ্চাশ বছরে দু'দেশের কূটনৈতিক সম্পর্কের রূপরেখা হিসেবে বিবেচিত হবে।’
এ কে আব্দুল মোমেন জানান, এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্রুততম সময়ে ইকোনোমিক পার্টনারশিপ চুক্তি সম্পন্ন, বিগ-বি প্রকল্পের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ জোরদারকরণ, অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, জাপান ওভারসিজ কোঅপারেশন ভলান্টিয়ার প্রকল্প পুনরায় চালুকরণ, বাণিজ্য, বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে জাপানি বিনিয়োগ, মুক্ত ইন্দো-প্যাসিফিক, ঢাকা-টোকিও সরাসরি বিমান চলাচল, ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
পরারষ্ট্রমন্ত্রী আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাসানচরে রোহিঙ্গাদের সহযোগিতার জন্য জাপান পক্ষকে ধন্যবাদ জানান এবং দ্রুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য জাপানের সহযোগিতা আশা করেন। বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত সম্পর্কের এই সূচনালগ্নে উভয় দেশের মধ্যে কৃষি, মেট্রোরেল, ইন্ডাস্ট্রিয়াল আপ গ্রেডেশন, শিপ রিসাইক্লিং, কাস্টমস ম্যাটারস, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি, ডিফেন্স কোঅপারেশন, আইসিটি এবং সাইবার সিকিউরিটি কোঅপারেশন ইত্যাদি সেক্টরে মোট ৮টি চুক্তি ও সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এ কে আব্দুল মোমেন জানান, পরে প্রধানমন্ত্রীর সম্মানে জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত নৈশভোজের মাধ্যমে শীর্ষ বৈঠকের আনুষ্ঠানিকতা শেষ হয়।
এছাড়াও, আজ সকালে জাপান বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল এন্ড ইকোনমিক কোঅপারেশন (জেবিসিসিইসি) এর চেয়ারম্যান জনাব ফুমিও কোকুবু, জাইকার প্রেসিডেন্ট জনাব তানাকা আকিহিকো, জেটরোর চেয়ারম্যান ও সিইও জনাব ইশিগুরো নরিহিকো এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগ (জেবিপিএফএল) এর প্রেসিডেন্ট জনাব তারো আসো এবং বিকালে জাপানের পররাষ্ট্র মন্ত্রী ইয়োশিমাসা হায়াশি প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন আকাসাকা প্যালেসে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বি-পাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত অংশীদারিত্বে আগামীর রূপরেখা প্রণয়নকল্পে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, সুনীল অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, নিরাপত্তা ও প্রতিরক্ষা, কর্মসংস্থান ও জন-যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে নতুনভাবে সহযোগিতা স্থাপনের মধ্য দিয়ে দু'দেশই লাভবান হবে বলে আশা করা যায়।’