জামালপুরে অভিনেতা আমজাদ হোসেনকে স্মরণ
জামালপুরে দেশ বরেণ্য চলচ্চিত্রকার, শক্তিমান অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আমজাদ হোসেন চর্চাকেন্দ্র এই আলোচনা সভার আয়োজন করে।
দেশবরেণ্য এই অভিনেতার স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমজাদ হোসেন চর্চাকেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, ফরহাদ হোসেন মানু, কবি আলী জহির, সাযযাদ আনসারী, অ্যাডভোকেট ইউসুফ আলী, জাহাঙ্গীর সেলিম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেন সমাজের নিম্ন ও মধ্যবিত্তশ্রেণির বাস্তব জীবনধারা নিয়ে নাটক, চলচ্চিত্র নির্মাণ এবং উপন্যাস রচনা করেছেন। তাঁর এসব সৃষ্টি সংরক্ষণ করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।