জয়ের পথে বাইডেন, ভূরিভোজ বরিশালে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা এখনও শেষ হয়নি। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ের পথে রয়েছেন। আর এই খবরেই বরিশালের গৌরনদীতে ভূরিভোজের আয়োজন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে গৌরনদী সুপার মার্কেটের স্থানীয় ব্যবসায়ী মো. মেরাজ হোসেন খান এই ভূরিভোজের আয়োজন করেন। ভূরিভোজে ২০০ জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
ব্যবসায়ী মেরাজ হোসেন খান আজ শুক্রবার এনটিভি অনলাইনকে বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আমার অপছন্দের লোক। তিনি বিশ্বের শান্তি নষ্ট করেছেন। আমেরিকায় বিভিন্নভাবে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করেছেন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করা উচিত। আমেরিকার ভোটাররা তা–ই করেছেন।’
মেরাজ হোসেন আরো বলেন, ‘গতকাল থেকে টিভির দিকে তাকিয়ে ছিলাম। কিন্তু ফলাফলের আপডেটে বাইডেন ওই ২৬৪ ইলেকটোরাল ভোটে আটকে ছিলেন। আর যেন অপেক্ষা সইছিল না। ফলে সময় কাটানো ও উৎসবের জন্য খাবার-দাবারের আয়োজন করলাম। ২০০ প্লেট বিরিয়ানি ও পায়েসের আয়োজন করা হয়েছিল। ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ করেছি। মজাও করেছি সবাই মিলে। বাইডেন জিতে যাচ্ছে, আয়োজনটা মনে হয়েছে সার্থক। এই আয়োজনে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।’
নির্বাচনে জো বাইডেনের বিজয় অনেকটাই নিশ্চিত জানিয়ে মেরাজ হোসেন আরো বলেন, ‘আমরা চাই বাইডেন জিতুক, ট্রাম্প হারুক। বাইডেনের মাধ্যমে বিশ্বে শান্তি ফিরে আসুক। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক। এই ছোট চাওয়া আমাদের।’
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর উকিল বলেন, ‘বাইডেন জয়ের পথে এগিয়ে থাকায় তাঁর সমর্থক মেরাজ হোসেন উৎসব ও খাবার-দাবারের আয়োজন করেছেন। আমরা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি।’