জমি নিয়ে বিরোধে উপজেলা জামায়াতের আমির খুন
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় লেমুয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে জামায়াতে ইসলামীর নেতা মান্নান মোজাহিদ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করছে।
নিহত মান্নান মোজাহিদ মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও পশ্চিম সুবিদখালী সালেহিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক।
আহতরা হলেন নিহতের চাচাতো ভাই আজাহার হাওলাদার (৬৫), মো. শাকির হাওলাদার (৩৫), সাইদুর রহমান (২৮) ও মো. হানিফ।
এ ঘটনায় আটককৃতরা হলেন কেতাব আলী ও তাঁর ছেলে লিটন হাওলাদার।
আহত আজাহার জানান, প্রতিবেশী মো. কেতাব আলীর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল মান্নান মোজাহিদের। ওই জমিতে কেতাব আলী খড়ের পালা বানাতে গেলে মান্নান মোজাহিদ ও তাঁর লোকজন বাধা দেয়। এ সময় কেতাব আলীর সঙ্গে মান্নানের হাতাহাতি হয়। একপর্যায়ে কেতাবের ভাইয়ের ছেলে শাকিল ছুরি দিয়ে মান্নানকে কুপিয়ে আহত করেন। এ সময় অন্যরা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করেন শাকিল।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মান্নান মোজাহিদকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শওকত আনোয়ার ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেতাব আলী ও তাঁর ছেলে লিটনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।