ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল নারীর
খাগড়াছড়ি সদর উপজেলায় ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর লাঠির আঘাতে নিকি বালা ত্রিপুরা (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার খাগড়াপুর এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন অমর বিজয় ত্রিপুরা, ফলেন্দ্র ত্রিপুরা ও জীবন বালা ত্রিপুরা।
পুলিশ জানায়, গতকাল দিবাগত রাতে জেলা সদরের খাগড়াপুর গ্রামে মদ্যপ ফুলেন্দ্র ত্রিপুরা ও তাঁর স্ত্রী জীবন বালা ত্রিপুরার মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হন নিকি বালা ত্রিপুরা ও তাঁর স্বামী দেন মোহন ত্রিপুরাসহ তিনজন। এ সময় তাঁরা আহত হলে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ সোমবার ভোরে নিকি বালা ত্রিপুরা মারা যান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ জানান, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অমর বিজয় ত্রিপুরা, ফলেন্দ্র ত্রিপুরা ও জীবন বালা ত্রিপুরাকে আটক করা হয়েছে।