ঝালকাঠিতে অগ্নিকাণ্ড, ৭ দোকান পুড়ে ছাই
ঝালকাঠির কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে আমুয়া বাজার ব্যবসায়ী সমিতি। আজ শুক্রবার ভোররাতে আমুয়া বন্দরের বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানায়, বাজারের সিদ্দিকের রুটির দোকানের চুলা থেকে প্রথমে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের রসুল হাওলাদার স্টোর, ফোরকান সু-স্টোর, সিদ্দিকের মুদি দোকান, আফজালের মুদি দোকান, শামসুল হকের হোটেল ও সাবুর ফিটের দোকানে।
আগুনে মালামালসহ দোকানগুলো পুড়ে যায়। খবর পেয়ে কাঁঠালিয়া ও বামনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আমুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন গোলদার বলেন, ‘আগুনে সাতটি দোকানের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা সহায়তার আশ্বাস দিয়েছেন।’
কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে দুই ঘণ্টা লেগেছে। দ্রুত আগুন নেভানোয় রক্ষা পেয়েছে বাজারের আরও শতাধিক দোকান।’