ঝিনাইগাতীতে বিদ্রোহীর বহিষ্কার দাবি করল নৌকার প্রার্থী
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পঞ্চম ধাপের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী। আজ সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা গৌরিপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান মন্টু এই দাবি জানান।
লিখিত বক্তব্যে হাবিবুর রহমান মন্টু জানান, তিনি আওয়ামী লীগের প্রতীক নৌকা পাওয়ার পরেও দল সিদ্ধান্ত না মেনে আশরাফুল আলম পলাশ স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে নির্বাচন করছেন। গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ এবং সম্পাদক আব্দুস ছালামও স্বতন্ত্র তথা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। যা দলের ৪৭ ধারা ভঙ্গের সামিল।
মন্টু আরও জানান, দলের সিদ্ধান্ত অমান্য করার জন্য তাদের বহিষ্কার করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। দলীয় নেতৃত্বের কাছে তিনি তাদের বহিষ্কারের দাবি জানান।