ঝিনাইদহে করোনা-উপসর্গে চারজনের মৃত্যু
ঝিনাইদহে করোনায় মৃত্যু ও শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৪০ নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সেই হিসাবে আক্রান্তের হার শতকরা ২৫ ভাগ।
আজ মঙ্গলবার ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডা. হারুন অর রশিদ জানান, লকডাউন তুলে নেওয়ার পর সংক্রমণের হার বাড়ছে। হাসপাতালটিতে ২৪ ঘণ্টায় নতুন ১০ জন রোগী ভর্তি হয়েছে। সব মিলিয়ে ৪২ জন করোনা পজিটিভ রোগী ভর্তি আছে।
সহকারী পরিচালকের দেওয়া তথ্যমতে, গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে মারা গেছে একজন।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সেই হিসাবে আক্রান্তের হার শতকরা ২৫ ভাগ।
এদিকে ঝিনাইদহে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৮৩০ জনের। মারা গেছে ২৫৪ জন এবং সুস্থ হয়েছে সাত হাজার ৮০ জন।