ঝড়ে পড়া গাছের ডাল নিয়ে মারামারি, নিহত এক
খুলনার ডুমুরিয়া উপজেলার হোগলা ডাঙ্গা এলাকায় ঝড়ে পড়ে যাওয়া গাছের ডাল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে মারামারির ঘটনার পরে রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর মেয়ে মুক্তা।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল রহমান জানান, জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ (এএসপি) তিনি গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জানান, গতকাল বিকেলের ঝড়ে পার্শ্ববর্তী কবরস্থানে একটি গাছের ছোট ডাল ভেঙে পড়ে। ওই ডালের দখল নিতে দুই নারীর মধ্যে তর্ক-বির্তক শুরু হয়। পরে দুপক্ষের মধ্যে মারামারি চলে, যাতে পরিবারের পুরুষ সদস্যরা যোগ দেয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে নজরুল ইসলাম ও তাঁর মেয়ে মুক্তা আহত হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে নজরুল ইসলামের মৃত্যু হয়।
ঘটনা শুনে ডুমুরিয়া থানার একটি টিম ঘটনাস্থলে যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি ওবাইদুল রহমান জানান, দুপক্ষই আর্থিকভাবে অস্বচ্ছল। লাঠির বাড়ি মাথায় লাগায় তিনি মৃত্যুবরণ করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।