টাঙ্গাইলে আরো একজনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১২
টাঙ্গাইলে দুদিন পর আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, গত ২০ এপ্রিল টাঙ্গাইল থেকে ৭৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকে একটি নমুনা পজিটিভ হয়েছে। আক্রান্ত ব্যক্তি সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা (৪০) বলে নিশ্চিত করেছেন তিনি।
এর আগে গত শনিবার টাঙ্গাইলের ভূঞাপুরে একজন করোনা রোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে মোট আক্রান্ত ১২ জন্য হলো।
এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস ছোবাহান বলেন, আক্রান্ত ব্যক্তি সখীপুর থেকে ঢাকার কারওয়ানবাজারে কাঁচামাল সরবরাহ করতেন। তিনি একজন সচেতন ব্যক্তি। যখন ঢাকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যায় তখন তিনি নিজে থেকেই বাড়িতে অবস্থান করছিলেন। শুধু তাই নয়, তিনি তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকেও দূরত্ব বজায় রেখে যাচ্ছিলেন। পরে তিনি স্বেচ্ছায় নমুনা পরীক্ষার জন্য দেন। ফলাফল পাওয়ার পর দেখা যায়, তিনি করোনা পজিটিভ হয়েছেন। তবে তাঁর কোনো লক্ষণ নেই বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন বলেন, গতকাল টাঙ্গাইল থেকে ৭৭টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে একটি পজিটিভ হয়েছে। জেলায় মোট ১২ জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে ভূঞাপুরে পাঁচজন, নাগরপুরে তিনজন, মির্জাপুরে একজন, ঘাটাইলে একজন, মধুপুরে একজন ও সখীপুরে একজন।