টানা তিন বার বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় পাবনায় স্বপন চৌধুরীকে সংবর্ধনা
টানা তিন বার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায় মো. সাইফুল আলম স্বপন চৌধুরীকে সংবর্ধনা
দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামের স্যামসন এইস চৌধুরী টেনিস কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের আয়োজন করে ক্রিকেট সাব কমিটি, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রিকেট আম্পায়ার্স আন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ পাবনা জেলা শাখা।
পাবনা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এস মুস্তাকিম সবুজের সভাপতিত্বে বক্তব্য দেন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ক্রিকেট সাব-কমিটির সদস্য অধ্যাপক ড. হাবিবুল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য মান্নান উদ্দিন আহম্মেদ মান্নান, যুগ্ম সম্পাদক হোসনে আরা খাতুন হাওয়া ও ক্রিকেট আম্পায়ার্স আন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম সরকার গোরা।
উক্ত অনুষ্ঠানে ছিলেন ক্রিকেট সাব-কমিটির সদস্য সাঈদ হাসান সুমন, দোলোয়ার হোসেন, আসাদুজ্জামান বাপ্পী, শেখ সাদি, দীপংকর সরকার জিতু, বাবুল বিশ্বাস, সঞ্জয় সাহা, কামরুজ্জামান সুজন, রিশালত আলী রাসু, মনিরুল ইসলাম মুক্তা, বিপ্লব হোসেন, শফিকুর রহমান সহ ক্রিকেট সাব-কমিটির সদস্যরা। এ সময় সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাসুদ রানা। অনুষ্ঠানের শুরুতে সাইফুল আলম স্বপন চৌধুরীকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।