‘টেঁটাযুদ্ধ বন্ধ চাই, চরাঞ্চলে শান্তি চাই’
‘টেঁটা যুদ্ধ বন্ধ চাই, চরাঞ্চলে শান্তি চাই।’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল আলীপুর গ্রামে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে গ্রামের প্রধান সড়কে আলীপুর গ্রামের সর্বস্তরের ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে গ্রামের টেঁটা যুদ্ধ বন্ধের দাবি জানানো হয়।
সম্প্রতি সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া ও একই গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে চলতি মাসের ৯ ডিসেম্বর সকালে প্রতিপক্ষরা টেঁটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ঘুমন্ত মানুষের ওপর হামলা চালায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি ঘর। এ সময় নগদ টাকা,স্বর্নালঙ্কার,গোয়ালের গরু-ছাগল ও গোলার ধানসহ মূলবান জিনিসপত্র লুটপাট করা হয়। সংর্ঘষের ফলে দুই পক্ষের কয়েক কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ শতাধিক টেঁটা উদ্ধার করে। সংঘর্ষের ঘটনার পর থেকে গ্রাম জুড়ে উত্তেজনা বিরাজ করছিল। এরই প্রেক্ষিতে টেঁটা যুদ্ধ বন্ধের দাবিতে গ্রামের শান্তিপ্রিয় লোকজন মানববন্ধন করে।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ‘চরাঞ্চলের সবচেয়ে শান্তি প্রিয় গ্রাম আলীপুর। কিন্তু এখানে আর শান্তি নেই। নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়ার মূল ব্যবসা টেঁটা যুদ্ধ। নিজের লাভের জন্য গ্রামের লোকজনকে দুই ভাগে বিভক্ত করে টেঁটা যুদ্ধ বাধিয়ে রেখেছেন। আর টেঁটা যুদ্ধের পর মামলা মোকদ্দমা চালানোর কথা বলে প্রতি ঘর থেকে মোটা অংকের টাকা চাঁদা উত্তোলন করেন। কেউ টেঁটা যুদ্ধে লিপ্ত হতে না চাইলে,সেই পরিবারকে তিনগুন হারে চাঁদা দিতে হয়। অন্যথায় টেঁটা যুদ্ধে লিপ্ত হতে বাধ্য করা হয়। নয়তো মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়।’
বক্তারা আরো বলেন, ‘আমরা টেঁটা যুদ্ধ চাই না। গ্রামে শান্তি চাই। এ অবস্থা থেকে পরিত্রান চাই। তাই টেঁটা হোতা শাজাহান মিয়ার বিচার দাবি করছি।’
মানববন্ধনে বক্তব্য দেন, বুকে টেঁটা বিদ্ধ হয়ে আহত বহর উদ্দিন, কামাল মিয়া,নাসির উদ্দিন,মো.আবুল হোসেন,জামাল জামালদি,মো. গোলজার হোসেন,আমির হোসেন প্রমুখ।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তাঁকে পাওয়া যায়নি।