ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানিয়া খাতুন (২২) নামের এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টায় উপজেলায় গঙ্গারামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ চালককে আটকসহ ট্রাকটি জব্দ করেছে।
নিহত তানিয়া খাতুন খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় তার চার বছর বয়সী শিশু মেয়ে তাবাসসুম গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত নারীর ভাই হাবিবুর রহমান মোড়ল জানান, তানিয়া তার চার বছরের মেয়েকে নিয়ে আজ তালা থেকে ডাক্তার দেখিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। খুলনা-পাইকগাছা মহাসড়কের গঙ্গারামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ইজিবাইক থেকে ছিটকে রাস্তার ওপর পড়লে ট্রাকটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত অবস্থায় তার শিশু মেয়ে তাবাসসুমকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, ‘চালকসহ ট্রাকটিকে স্থানীয় জনতার সাহায্যে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। বর্তমানে ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’