ট্রাকের ধাক্কায় ভোলায় মোরসাইকেলচালক নিহত
ভোলায় মাদ্রাসায় যাওয়া পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক সহকারী শিক্ষক মো. আবুল খায়ের (৩৬) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতখান উপজেলার দলিলউদ্দিন খায়ের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক আবুল খায়ের ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের নূরমিয়ারহাট এলাকার মো. সামছুলের ছেলে। তিনি দৌলতখান উপজেলার চরপাতা এলাকার বায়তুল ফালাহ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই মাদ্রাসা শিক্ষক প্রতিদিনের মতো আজ সকালেও তার মোটরসাইকেলটি চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। পরে দলিলউদ্দিন খায়ের হাট এলাকায় এলে একটি মালবাহী ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।