ট্রাক্টরের ধাক্কায় ২ ভাইসহ নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকায় ট্রাক্টরের ধাক্কায় দুভাইসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে উপজেলার চৌডালা মাদ্রাসা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভোলাহাট উপজেলার জামবারিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল (২৪), গোমস্তাপুর উপজেলার চৌডালা বাজারের আমজাদ হোসেনের ছেলে জামিল (১৫) ও তার ছোট ভাই কামিল (১৪)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাস জানান, গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের মাদ্রাসা বাজার এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে বিপরীতগামী মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যায়। দুই ভাই জামিল ও কামিল বাইসাইকেলে ছিল।
দুর্ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি দীলিপ।