ট্রাক ও ট্রাক্টর উল্টে তিনজন নিহত
চুয়াডাঙ্গার পৃথক দুটি স্থানে ট্রাক ও ট্রাক্টর উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতেরা সবাই ট্রাক ও ট্রাক্টরের চালক এবং চালকের সহকারী।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের সামনে আজ সোমবার বেলা দেড়টার দিকে ভুট্টাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালক আল আমিন ও সহকারী আশিকুর রহমান নিহত হন। নিহত আল আমিন ও আশিকুরের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বালুবোঝাই একটি ড্রাম ট্রাককে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ট্রাকচালক ও সহকারীর মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, জেলার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে মাটিভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাক্টর চালকের সহকারী হাসান আলী (১৩) নিহত হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালকের সহকারী হাসান আলী একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে। তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।