ঠাকুরগাঁওয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। গতকাল বোরবার দিবাগত রাতে উপজেলার গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার সকালে ছেলে জয়নুলকে আটক করেছে থানা পুলিশ।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব জানান, পারিবারিক কলহে গতকাল দিবাগত রাতে গোপালপুর গ্রামের নুরুল ইসলামের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে তাঁর ছেলে জয়নুল। গুরুতর জখম অবস্থায় বাবাকে হরিপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি কাউকে না জানিয়ে দ্রুত সকালে লাশ দাফনের ব্যবস্থা করা হয়।
ওসি আওরঙ্গজেব জানায়, এমন খবর পেয়ে পুলিশ জয়নুলকে আটক করে।